Country

1 month ago

Rekha Gupta: আগামী বর্ষায় দিল্লির অবস্থা আরও ভালো হবে,রেখা গুপ্তা

Rekha Gupta
Rekha Gupta

 

নয়াদিল্লি, ১০ জুলাই : আগামী বর্ষায় দিল্লির অবস্থা আরও ভালো হবে, দাবি করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। একইসঙ্গে তিনি বলেছেন, "আমরা দিল্লির গত ২৭ বছরের ঝুলে থাকা সমস্যাগুলি একে একে সমাধান করছি।" বৃহস্পতিবারই দিল্লির নানা অংশে বৃষ্টি হয়েছে, তবেও কোথাও জল জমায় সেভাবে ভোগান্তিতে পড়তে হয়নি দিল্লিবাসীকে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, "এত ভারী বৃষ্টিপাতের পরেও, দিল্লিতে জল জমে ছিল না। জলাবদ্ধ মিন্টো ব্রিজের ছবি সংবাদপত্রে প্রকাশিত হওয়া একটা ট্রেন্ড ছিল। কিন্তু এবার তা হয়নি, আগামী বর্ষার মধ্যে দিল্লির অবস্থা আরও ভালো হবে।"

You might also like!