নয়াদিল্লি, ১ সেপেম্বর : দিল্লিতে যমুনার জলস্তর এখনও বিপদসীমার ঊর্ধ্বেই। ফলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে নীচু এলাকায়। বিগত কয়েকদিনের মতো সোমবারও বিপদসীমার ওপর থেকে প্রবাহিত হতে থাকে যমুনার জলস্তর। প্রতি মুহূর্তে জলের স্তর বাড়ছে। যার জেরে আতঙ্কও বাড়ছে।
বিগত বেশ কিছু দিন ধরে দিল্লি ও লাগোয়া রাজ্যগুলিতে একটানা বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টিতেই যমুনার জলস্তর বাড়ছে। সোমবার সকালে দিল্লির পুরানো যমুনা সেতু এলাকায় দেখা যায়, বিপদসীমার ওপর দিয়ে বইছে যমুনার জলস্তর। যমুনা নদীর জলস্তর ২০৫.৩৩ মিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ক্রমাগত ভারী বৃষ্টিপাতের কারণে জলস্তর বৃদ্ধি পাচ্ছে।