Country

1 month ago

Ashwini Vaishnaw: বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য দেশ দ্রুত প্রযুক্তিগত ভীত স্থাপন করছে,অশ্বিনী বৈষ্ণব

Ashwini Vaishnaw
Ashwini Vaishnaw

 

হায়দরাবাদ, ১৯ জুলাই : বিকাশিত ভারত অর্জনের জন্য প্রযুক্তিগত ভীত দ্রুত প্রস্তুত করা হচ্ছে। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর মেক ইন ইন্ডিয়ার কারণে ১১ বছরে ভারতে ইলেকট্রনিক উৎপাদন ছয় গুণ বৃদ্ধি পেয়েছে। শনিবার আইআইটি-হায়দরাবাদে এক সমাবর্তনে ভারতের প্রযুক্তি-চালিত ভবিষ্যতের কথা তুলে ধরে তিনি শিক্ষার্থীদের বিশ্বমানের প্রযুক্তি এবং পণ্য ডিজাইন করার আহ্বান জানান। কেন্দ্রীয় মন্ত্রী বৈষ্ণব এই বছর ভারতের প্রথম দেশীয় সেমিকন্ডাক্টর চিপ চালু করার ঘোষণা করেছেন, যার মধ্যে ছয়টি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণাধীন রয়েছে। তিনি রেল সংস্কারের কথাও উল্লেখ করেছেন, উল্লেখ করেছেন, প্রথম বুলেট ট্রেন ২০২৭ সালে চালু হবে, পাশাপাশি চেন্নাইতে বন্দে ভারত সংস্করণ তৃতীয়টি তৈরি করা হবে। তিনি বিনামূল্যে ডেটাসেট এবং এআই প্রশিক্ষণ কর্মসূচি সহ ইন্ডিয়া এআই মিশন নিয়ে আলোচনা করেছেন। বৈষ্ণব আশাবাদ ব্যক্ত করেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারত শীর্ষ দু'টি অর্থনীতির একটি হিসাবে নিজস্ব অবস্থান নিশ্চিত করবে।

You might also like!