Country

1 month ago

Om Birla: গণতন্ত্রের পবিত্র মন্দিরে সমস্ত প্রতিনিধির সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ : ওম বিড়লা

Om Birla
Om Birla

 

নয়াদিল্লি, ২১ জুলাই : সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। তার আগে এক বিশেষ বার্তা দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সোমবার সকালে এক্স মাধ্যমে ওম বিড়লা জানিয়েছেন, "সোমবার থেকে শুরু হচ্ছে ১৮-তম লোকসভার পঞ্চম অধিবেশন (বর্ষাকালীন অধিবেশন)। গণতন্ত্রের এই পবিত্র মন্দিরে, জনসাধারণের আকাঙ্ক্ষা প্রকাশ এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য সকল প্রতিনিধির সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালীন অধিবেশনের আগে, আমি সকল দলের নেতা এবং সম্মানিত সদস্যদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে, তারা সংসদের সুষ্ঠু কার্যক্রম, গঠনমূলক আলোচনা এবং সুস্থ গণতান্ত্রিক সংলাপে সহযোগিতা করুন, যাতে আমরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক অগ্রগতির দিকে দৃঢ় পদক্ষেপ নিতে পারি।"

ওম বিড়লা আরও জানিয়েছেন, "আশা করা যায় গণতন্ত্রের মর্যাদা, সংসদের মর্যাদা এবং জনকল্যাণের অগ্রাধিকারের প্রতি নিবেদিত এই বর্ষাকালীন অধিবেশন অর্থপূর্ণ এবং সফল হবে এবং একসঙ্গে আমরা গণতান্ত্রিক চেতনা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখব।"

You might also like!