Country

1 month ago

Bengaluru news:বেঙ্গালুরুর ৪০টি স্কুলে বোমা হামলার হুমকি

Bengaluru bomb threat
Bengaluru bomb threat

 

বেঙ্গালুরু, ১৮ জুলাই : দিল্লির পর বেঙ্গালুরু। এবার দক্ষিণ ভারতের এই শহরের ৪০টি স্কুলে বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হল। এই খবর প্রকাশ্যে আসার পরপরই বেঙ্গালুরুর ৪০টি স্কুলে তল্লাশি শুরু হয়।

রাজরাজেশ্বরী নগর, কেনগিরি-সহ বেঙ্গালুরুর একাধিক জায়গায় স্কুলে বোমা রাখা রয়েছে বলে শুক্রবার হুমকি মেইল আসে। তারপরই শুরু হয় বম্ব স্কোয়াডের তল্লাশি অভিযান। যদিও কে বা কারা বেঙ্গালুরুর এই ৪০টি স্কুলকে হুমকি দিয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।


You might also like!