Country

1 month ago

Amarnath Yatra 2025 :নির্বিঘ্নেই চলছে অমরনাথ যাত্রা, পুণ্যার্থীদের অষ্টম দলও রওনা

amarnath yatra 2025,
amarnath yatra 2025,

 

জম্মু, ১০ জুলাই : জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে ৭,৩০৭ জন তীর্থযাত্রীর আরেকটি দল অমরনাথ গুহা মন্দিরে তীর্থযাত্রা করার জন্য কাশ্মীর উপত্যকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ২৮৪টি গাড়িতে বৃহস্পতিবার ভোরে তীর্থযাত্রীরা বেস ক্যাম্প থেকে রওনা হয়েছেন।

এই দলে ৫৫৩৪ জন পুরুষ, ১৫৮৬ জন মহিলা, ২৫ জন শিশু, ১৩৮ জন সাধু এবং ২৪ জন সাধ্বী আছেন। এর মধ্যে ৩০৮১ জন তীর্থযাত্রী ভোর ৩.১৫ মিনিটে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে এবং ৪,২২৬ জন পহেলগাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে ৩.৫৮ মিনিটে রওনা হয়েছেন।

You might also like!