Country

1 month ago

Kanwar Yatra 2025:কানওয়ার যাত্রায় সম্প্রীতির ছবি, শিবভক্তদের স্বাগত জানালেন মুসলিম ধর্মাবলম্বীরা

Kanwar Yatra 2025,
Kanwar Yatra 2025,

 

আমরোহা, ২০ জুলাই : কানওয়ার যাত্রায় দেখা গেল সম্প্রীতির ছবি। উত্তর প্রদেশের আমরোহার বাছরাও এলাকায় শিবভক্তদের স্বাগত জানালেন মুসলিম ধর্মাবলম্বীরা। হরিদ্বার থেকে ফিরে আসা কানওয়ারিয়াদের রবিবার সকালে পুষ্পবর্ষণ করে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। কানওয়ারিদের হাতে খাবার, জল তুলে দেন মুসলিম ধর্মাবলম্বীরা। পুলিশও সক্রিয়ভাবে যানজট নিয়ন্ত্রণ করছে এবং নিরাপত্তা নিশ্চিত করছে।

অন্যদিকে, উত্তর প্রদেশের হাপুর জেলার মেরঠ-আগ্রা মহাসড়কে কানওয়ার যাত্রার জন্য রুট ডাইভারশন করা হয়েছে। কানওয়ারিয়ারা একদিকে চলাচল করছে বলে কোনও বড় যানবাহন হাইওয়েতে চলতে দেওয়া হচ্ছে না। কানওয়ারিয়াদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। রুট ডাইভারশনের জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের ব্যবস্থাপনায় খুশি শিবভক্তরা।


You might also like!