Country

1 month ago

Tragic Road Accident: দ্রুতগতির গ্যাস ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু ৯টি গরুর

speeding tanker kills cows
speeding tanker kills cows

 

পূর্ব সিংভূম, ২০ জুলাই  : শনিবার গভীর রাতে পূর্ব সিংভূম জেলার বাহারাগোড়া থানা এলাকার অন্তর্গত জাতীয় সড়ক-১৮-তে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। বাহারাগোড়া কলেজের কাছে ডিভাইডারের উপর বসে থাকা দশটি গরুকে একটি দ্রুতগতির এলপিজি গ্যাস ট্যাঙ্কার ধাক্কা দিলে দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়টি গরুর মৃত্যু হয়। একটি গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ট্যাঙ্কারটি টাটা থেকে কলকাতা যাচ্ছিল। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে বাহারাগোড়া এবং বাদশোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্যাঙ্কারটিকে আটক করে।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, ভুল নকশা এবং বাইপাস সড়কের অসম্পূর্ণ নির্মাণের কারণে প্রতিদিন শিক্ষার্থী, পথচারী এবং স্থানীয় নাগরিকদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। অবিলম্বে রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করার এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

You might also like!