Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Cooking

1 year ago

Cooking Tips : রুটি বানাতে গেলেই শক্ত হয়ে যায় ?জেনে নিন কীভাবে নরম রাখবেন

Bread
Bread

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রুটি (Roti Making) বানানো বোধ হয় সবথেকে কঠিন কাজ । কারও রুটি গোল হয় না, বিভিন্ন আকৃতির হয় । তবে অনেকেই আছেন, রুটি সেঁকতে গেলেই শক্ত হয়ে যায় । সেক্ষেত্রে রুটি কীভাবে নরম (How to roti make soft) রাখবেন, আজ সেরকমই কিছু টিপস রইল আপনাদের জন্য ।

রুটি নরম রাখার সহজ পদ্ধতি হল গরম জল । অর্থাৎ রুটি তৈরির পর সঙ্গে সঙ্গে তা গরম জলে একটু ভিজিয়েই ছড়ানো থালায় রেখে দিন । শুকনো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিন । এভাবে রুটি অনেকক্ষণ নরম থাকে । আবার অনেকে হালকা গরম জলে ন্যাকড়া ভিজিয়ে, তার মধ্যে রুটিগুলি মুড়ে রাখেন । তাতেও রুটি নরম থাকে ।

এছাড়া, প্রেশার কুকারে জল দিয়ে, তার উপর একটা বাটি রেখে দিন । বাটিতে যেন জল না থাকে । তার মধ্যে রুটি রেখে দিন । তারপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ রেখে ৩০ থেকে ৪০ মিনিট গ্যাসে রেখে দিন । তাহলেই তুলতুলে নরম রুটি পরিবেশন করতে পারবেন আপনিও ।

You might also like!