Breaking News
 
Raj Chakroborty : বিচ্ছেদ নিয়ে খোলাখুলি রাজ, বললেন ‘ভাবতেই পারিনি’ Pakistan India: ‘ভারতকে শিক্ষা দিতে প্রস্তুত’—আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের বার্তা দিলেন পাক সেনাপ্রধান! Kunal Ghosh: ‘ঠান্ডা মাথায় অপরাধমূলক অপপ্রচার’, CBI-র সঙ্গে ‘সেটিং’—অভয়ার বাবাকে কুণাল ঘোষের বার্তা Rahul Gandhi: জ্ঞান হারালেন মহুয়া, গ্রেপ্তার রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে তুমুল উত্তেজনা Gaza Strike: আল-শিফা হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত,করসপনডেন্টকে সন্ত্রাসী তকমা! India Bloc MPs' EC March: দিল্লির পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, রাস্তায় ধর্নায় রাহুল!

 

Business

1 year ago

LIC: দেশের মূল্যবান সংস্থার তালিকার ৫ নম্বরে LIC, তালিকায় আর কে কে?

LIC
LIC

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের সবচেয়ে মূল্যবান ভারতীয় সংস্থার তালিকায় পঞ্চম স্থানে স্থান পেল লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। বর্তমানে তাদের বাজারমূল্য ৭ লাখ কোটি টাকা। অন্যদিকে ওই তালিকার শীর্ষে রয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠী।

তালিকায় আর কে কে ?

সম্প্রতি বাজারমূল্যের নিরীখে দেশের শীর্ষ সংস্থাগুলির তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় ICICI ব্যাঙ্ককে টপকে পঞ্চম স্থানে উঠেছে LIC। এছাড়াও ওই তালিকায় রয়েছে HDFC ব্যাঙ্ক, TCS এবং ইনফোসিস।

শুক্রবারই LIC-র শেয়ার ৬ শতাংশ বেড়েছে। অন্যদিকে LIC র তরফে জানানো হয়েছে, সংস্থার নেট প্রিমিয়াম ৫ শতাংশ বেড়েছে। এবং বর্তমান প্রিমিয়ামের পরিমাণ হয়েছে ১,১৭, ০১৭ কোটি টাকায়। একবছরে LIC-র স্টক বেড়েছে ৮৬.২৬ শতাংশ।

You might also like!