West Bengal

2 weeks ago

BJP Uttar Kanya Abhijan: শুভেন্দুর ‘উত্তরকন্যা চলো’ অভিযানের ডাকে সারা

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

শিলিগুড়ি, ২১ জুলাই : সোমবার শিলিগুড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘উত্তরকন্যা চলো’ অভিযানের ডাকে সারা মিলেছে। একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরোধিতায় এই অভিযান। নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন বিজেপি সমর্থকরা। বেলা ১২টার পর নৌকাঘাট মোড় থেকে শুরু হয় মিছিল। ছিলেন বিজেপি যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খাঁ। সরকার বিরোধী কর্মসূচি হিসেবে একুশে জুলাইয়ের মতো দিনেই উত্তরবঙ্গের সরকারি দফতর উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশি অনুমতি না মিললেও হাই কোর্ট শর্তসাপেক্ষে কর্মসূচির অনুমোদন দিয়েছে।

উত্তরকন্যার সামনে পুলিশ ব্যারিকেড তৈরি ছিল। মিছিল সোজা তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি পর্যন্ত যেতে দেওয়া হয়। নির্দেশ ছিল, কোনও মতেই উত্তরকন্যার পথে ঢুকতে দেওয়া হবে না মিছিল। কেবলমাত্র শিলিগুড়ি পুলিশ কমিশনারেট নয়, বিভিন্ন জেলা থেকে আনা হয় পুলিশ। মোতায়েন করা হয় র‍্যাফ, উইনার্স টিম। সঙ্গে ছিল জল কামান। অন্যদিকে, রাজ্যের শাসক শিবিরের যুক্তি, একুশে জুলাইয়ের মতো গুরুত্বপূর্ণ দিনে প্রচারের আলোয় আসতে মরিয়া বঙ্গ বিজেপি। আর সেই লক্ষ্যে এ দিনেই রাজ্যের অপর প্রান্তে শুভেন্দুবাবুর নেতৃত্বে অভিযানের ডাক দেওয়া হয়।

You might also like!