Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

West Bengal

5 months ago

Digha Weather Today : দিঘাতে ঝিরঝিরে বৃষ্টি, হতাশ ভক্ত থেকে পর্যটকেরা হোটেলবন্দি

Digha Weather Today
Digha Weather Today

 

নিউ দিঘা, ২৭ জুন : শুক্রবার ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি চলছে। কাজেই পর্যটকদের মনখারাপ করা এক পরিবেশ। এই মুহূর্তে দিঘাতে হোটেলবন্দি রথযাত্রা উপলক্ষে আগত ভক্ত থেকে শুরু করে পর্যটক। মেরিন ড্রাইভে সাতসকালেই যাঁরা হাজির ছিলেন তাঁরাও তিতিবিরক্ত। অল্প বিস্তর ভিজেছেন। জোয়ার থাকায় নামতে বাধা সাগরে। ঢেউ আছড়ে পড়ছে সাগরপাড়ে। আকাশের মুখ ভার। সূর্যোদয় দেখতে বেরিয়ে সকলেই হতাশ। কাজেই বিফল মনোরথে ফিরেছেন। হোটেলে বন্দি হয়ে রয়েছেন পর্যটকরা। ভক্তদের মধ্যেও অনীহা সৃষ্টি হয়েছে। আকাশের এই খাম খেয়ালিপনাতে। ছাতা মাথায় অনেকেই আবার বৃষ্টি উপেক্ষা করে বেরিয়ে পড়েছেন রাস্তায়। বৃষ্টি ছাড়ার অপেক্ষায় রয়েছেন তাদের মধ্যেই সিংহভাগ। সেই অর্থে অটো এবং টোটো মিলছে না। রথের রশি ছোঁয়ার জন্য অধীর আগ্রহেই রয়েছেন। পুলিশেরও কড়া প্রহরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জগন্নাথধাম মন্দিরের সামনের রাস্তাতে যান চলাচল বন্ধ। সেখানে রথযাত্রা বৈর হবে দুপুরে। পরপর তিনটি রথ সাজানো হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমেই।

You might also like!