Country

5 days ago

Amarnath Yatra Suspended: বৃষ্টিতে প্রতিকূল আবহাওয়া, বুধবারের জন্য স্থগিত অমরনাথ যাত্রা

Heavy rains affect the pilgrims movement in the yatra area
Heavy rains affect the pilgrims movement in the yatra area

 

শ্রীনগর, ৩০ জুলাই : একনাগাড়ে বৃষ্টির কারণে প্রতিকূল আবহাওয়ায় বুধবারের জন্য স্থগিত করা হল অমরনাথ যাত্রা। বুধবার ভোর থেকে টানা ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার পহেলগাম এবং বালতাল বেস ক্যাম্প থেকে শ্রী অমরনাথজী যাত্রা স্থগিত করা হয়েছে। ২০২৫ সালের শ্রী অমরনাথজী যাত্রায় এখনও পর্যন্ত ৩.৯৩ লক্ষেরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহা মন্দিরে পুজো করেছেন।

প্রবল বৃষ্টির কারণে ধসের আশঙ্কা রয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিচার করে এবং পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে বুধবার সাময়িক ভাবে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। আবহাওয়ার উন্নতি হলে, পুনরায় ফের শুরু হবে অমরনাথ যাত্রা। মূলত অমরনাথ যাত্রার দু’টি পথ। একটি নুনওয়ান-পহেলগাম রুট। এই পথটি ৪৮ কিলোমিটার দীর্ঘ। আর একটি বালতাল রুট। এটি ১৪ কিলোমিটার দীর্ঘ। এই পথটি সংক্ষিপ্ত হলেও বেশ ঝুঁকিবহুল এবং খাড়াই। প্রসঙ্গত, গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। চলবে আগামী ৯ অগস্ট পর্যন্ত।


You might also like!