West Bengal

3 weeks ago

West Bengal Accident: বেলদায় গাড়ি ও ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৪ জনের

West Bengal Accident
West Bengal Accident

 

বেলদা, ১২ জুলাই : পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার রানিসরাইয়ে স্করপিও গাড়ি ও ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। শনিবার সকালে ৬টা নাগাদ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে, স্করপিও গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। রানিসরাইয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটেছে।

দীঘায় প্রভু জগন্নাথদেবের দর্শন করতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন চার জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক-সহ ৪ জনের। আসানসোল থেকে একটি স্করপিও গাড়িতে চেপে দীঘায় জগন্নাথদেবের দর্শন করতে যাওয়ার সময় হঠাৎই রানিসরাই এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পেরিয়ে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। সেই সময় উল্টো দিকের লেনে একটি ট্রাক আসছিল। খড়গপুরের দিকে লরিটি যাচ্ছিল। সামনে গাড়ি চলে আসায় লরিটি তাতে ধাক্কা মারে। লরির ধাক্কায় কার্যত দুমড়ে মুচড়ে যায় চারচাকা গাড়িটি। অনেক চেষ্টায় গাড়ি থেকে চার জনকে উদ্ধার করে বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

গ্যাসকাটার ব্যবহার করে গাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। সেখান থেকে তাঁদের বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও, ততক্ষণে চারজনেরই মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। একজন স্থানীয় বলেছেন, "এখানে খড়গপুর দিক থেকে একটি স্করপিও গাড়ি এক লেন থেকে অন্য লেনে চলে যায়। সামনে একটি লরি ছিল।"

You might also like!