West Bengal

3 weeks ago

Landslide: রানিগঞ্জে বন্ধ খনি এলাকার ফের ধস, আতঙ্ক

Raniganj landslide
Raniganj landslide

 

পশ্চিম বর্ধমান, ১১ জুলাই : ফের ধসের আতঙ্ক রানিগঞ্জে। স্থানীয় চলবলপুর বাদকুঠি এলাকায় শুক্রবার ভোরে ধস নামে। জোরে শব্দ শুনে বাসিন্দারা প্রথমে কিছু বুঝতে পারেননি৷ পরে আলো ফুটলে দেখা যায়, বিরাট এলাকা জুড়ে ধস নেমেছে। অতীতে ওই স্থানে বাদকুঠি খনি ছিল৷ খনি বন্ধ হওয়ার পর খনিমুখ ঢেকে দেওয়া হয়েছিল। শুক্রবারের ধসে গোটা খনিমুখ মাটির তলায় ঢুকে গিয়েছে৷ যদিও এখনও কোনও হতাহতের কোনও খবর নেই। তবে সামনেই রয়েছে রেললাইন ও জনঘনবসতি থাকায় এই ধস এলাকায় চিন্তা বাড়াচ্ছে ।
শুক্রবার সকালে রানিগঞ্জের চলবলপুরের বাদকুঠি এলাকার এলাকাবাসীরা চমকে যান বিরাট আকারের ধস দেখে। স্থানীয় সূত্রে জানা যায়, ইসিলের শ্রীপুর কিংবা সাতগ্রাম এরিয়ায় বাদকুঠি বলে একটি পুরনো খনি ছিল। বহুকাল আগে সেখান থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। অন্যদিকে, কয়লা উত্তোলন বন্ধ হয়ে যেতেই ওই খনিমুখটি বন্ধ করে দিয়েছিল ইসিএল কর্তৃপক্ষ।

You might also like!