Video

4 months ago

Home coming Story | আট বছর পরে আবার নিজের বাড়ি পুনরায় ফিরে পেলেন গাঙ্গুলী দম্পতি

 

জবর দখল হয়ে যাওয়া বাড়ি পুনরুদ্ধার করতে গিয়ে বিপাকে পড়েছিলেন জনাইয়ের গাঙ্গুলী দম্পতি। হুগলি জেলার চন্ডীতলা বিধানসভার অন্তর্গত জনাই গ্রাম পঞ্চায়েতের জনাই মাঠের পিছনে গাঙ্গুলি দম্পতির বাড়ি জবরদখলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল জনাই এলাকা জুড়ে।স্থানীয় সূত্রে জানা যায় সুতপা গাঙ্গুলী এবং তার স্বামী গৌতম গাঙ্গুলী কর্মসূত্রে সোনারপুরে থাকায় দীর্ঘদিন ধরে ফাঁকা পড়েছিল তাদের বাড়ি। এলাকার কিছু দুষ্কৃতীদের সহযোগিতায় সোনালী সেনগুপ্ত নামে এক মহিলা গাঙ্গুলী দম্পতির বাড়িটি দীর্ঘ আট বছর যাবত দখল করে বসবাস করছিলেন। অবশেষে আট বছর পরে আবার নিজের বাড়ি পুনরায় ফিরে পেলেন গাঙ্গুলী দম্পতি। স্থানীয় জনাই পঞ্চায়েত এবং স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় অবশেষে আবার নিজের জবরদখল বাড়ি পুনরুদ্ধার করতে পারলেন গাঙ্গুলি দম্পতি। স্থানীয় মানুষ এবং জনাই পঞ্চায়েতের সহযোগিতায় তাঁরা নিজের বাড়ি ফিরে পেয়ে আনন্দে আপ্লুত।

You might also like!