Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Tripura

11 months ago

Dr. Manik Saha: ত্রিপুরা সরকার নাগরিকদের সুষ্ঠ পরিষেবা দেওয়ার জন্য ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছে : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ত্রিপুরা সরকার নাগরিকদের সুষ্ঠ পরিষেবা দেওয়ার জন্য ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছে।  সিপাহীজলা জিলা পরিষদের নবনির্বাচিত সদস্য-সদস্যাদের এবং নবনির্বাচিত জিলা পরিষদের সভাধিপতি ও সহকারি সভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিস্তর পঞ্চায়েত সরকারের প্রকল্প ও পরিষেবার সুবিধা নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম। রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিষ্ঠা ও সততার সঙ্গে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণ করতে হবে। গ্রামপঞ্চায়েতগুলি শক্তিশালী হলে রাজ্যও শক্তিশালী হবে। রাজ্য শক্তিশালী হলে আমাদের দেশ আরও শক্তিশালী হবে।

প্রসঙ্গত, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি হয়েছেন সুপ্রিয়া দাস দত্ত এবং সহকারি সভাধিপতি হয়েছেন পিন্টু আইচ। বিশ্রামগঞ্জের শচীন দেববর্মণ স্মৃতি কলাক্ষেত্রে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে নবনির্বাচিত ১৭ জন জিলা পরিষদ সদস্যকে শপথবাক্য পাঠ করান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধিকর্তা প্রসূন দে। জিলা সভাধিপতি ও সহসভাধিপতিকে শপথবাক্য পাঠ করান গ্রামোন্নয়ন দপ্তরের সচিব ড. সন্দীপ আর রাঠোর।

You might also like!