Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Travel

2 years ago

Travel in monsoon:বর্ষায় কোথায় যাবেন? আজ আমরা বর্ষায় ভ্রমণের দুটি জায়গার কথা বলছি

Where to go in monsoon? Today we are talking about two places to visit in Monsoon
Where to go in monsoon? Today we are talking about two places to visit in Monsoon

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ'এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন '... মানুষ মাত্রই ভ্রমণবিলাসী । তাই বর্ষার দিনগুলোতে আমাদের সকলেরই মনে হয়, কদিন ছুটি নিয়ে কোথাও বেড়িয়ে পড়ি । কিন্ত কোথায় যাবেন স্থির করতে পারছেন না তাই তো ? হ্যাঁ শুধুমাত্র আপনার জন্যই বৃষ্টিভেজা দিনের সেরা গন্তব্যস্থলের তালিকা নিয়ে হাজির হয়েছি ।  শেষ পর্যন্ত পড়ে সমস্ত পরিকল্পনা সেরে ফেলুন ; আর বেড়িয়ে পড়ুন আপনার স্বপ্নের ডেস্টিনেশনে । দেখুন আমাদের প্রতিবেদনে বর্ষায় ভ্রমণের দুটি  জায়গা -

১) সুন্দরবন - সারাদিন লঞ্চে করে ঘুরে বেড়ানো। হোক বৃষ্টি তবুও চলেছে লঞ্চ। মাঝে মাঝে একটু দাঁড়িয়ে ইলিশ সহ ভোজ। দারুন জমে যায়। 

বর্ষায় সুন্দরবন মানেই নদী-নালা ভরে উঠেছে জলে। আর পাশের জঙ্গলে তো সবুজের সমাহার। এই সময় ইলিশ উৎসবের আয়োজন করে থাকেন অনেকেই। থাকে লঞ্চে ঘোরা, এমনকী সারারাত লঞ্চে থাকার মতো নানা সুযোগও। সেরকম কোনও ট্রিপ বুক করে ঘুরে নিতে পারেন। 

 ২) বড়ন্তি - ঘরে বসেই কাটিয়ে দেওয়া যায় ৩/৪ টে দিন। অপূর্ব প্রাকৃতিক শোভা। 

বর্ষায় ঘোরার জন্য আদর্শ জায়গা পুরুলিয়ার বড়ন্তিও। কলকাতা থেকে গাড়ি নিয়ে যাওয়া যায়। আসানসোল স্টেশনে নেমেও যাওয়া যায় বাস বা গাড়ি ভাড়া করে। মুরডি স্টেশন থেকেও কাছে বড়ন্তি। লেকের ধারে রয়েছে নানা বাজেটের হোটেল। পুরুলিয়া বর্ষায় আরও ঘন সবুজ হয়ে ওঠে। চোখ ফেরানো যায় না। বড়ন্তির একদিকে আছে রয়েছে বিহারিনাথ পাহাড়, কাছেই গড়পঞ্চকোট, অন্যদিকে পাঞ্চেত ড্যাম। দেখে নিতে পারেন কল্যাণেশ্বরী মন্দির। দু রাত তিন দিনের জন্য এক্কেবারে আদর্শ ঠিকানা। 

You might also like!