Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Life Style News

5 months ago

Sheet Mask Tips: চটজলদি ত্বকে জেল্লা? শিটমাস্ক ব্যবহার করছেন ঠিকঠাকভাবে তো? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

Sheet Mask Tips
Sheet Mask Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অফিস শেষে সোজা কোনও অনুষ্ঠানে যেতে হবে? অথবা রোদের তাপ থেকে ফেরার পর ত্বকে চটজলদি জেল্লা আনার প্রয়োজন? এমন পরিস্থিতিতে অনেকেই ভরসা রাখেন শিটমাস্কের উপর। সহজ ব্যবহার, কম খরচ এবং ত্বকে দ্রুত উজ্জ্বল ভাব নিয়ে আসে শিটমাস্ক, এই ফেস মাস্কের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তবে  রূপবিশারদরা বলছেন—শুধু ইচ্ছেমতো ব্যবহার করলেই হবেনা, শিটমাস্ক থেকেও সঠিক উপকার পেতে হলে মানতে হবে কিছু নিয়ম। 

শিটমাস্ক মূলত একটি সিরাম জাতীয় মাস্ক, যা মুখে কয়েক মিনিট রেখে দিলে ত্বক পায় আদ্রতা, উজ্জ্বলতা ও সতেজতা। এটি পার্লারে যাওয়ার ঝক্কি ছাড়াই ত্বকের যত্নের একটি সহজ সমাধান, যা সময় ও অর্থ—দু'টিই বাঁচায়।

* শিটমাস্ক ব্যবহারের নিয়মাবলীঃ 

১। অবশ্যই আপনার ত্বকের চরিত্রের কথা মাথায় রেখে শিট মাস্ক বাছুন। নইলে কোনও কাজই হবে না। পরিবর্তে ত্বকের ক্ষতিই হবে বেশি।

২।  বাজার থেকে শিট মাস্ক কিনে আনার পর সঙ্গে সঙ্গে তা ব্যবহার করবেন না। কিছুক্ষণ ফ্রিজে রাখুন। ঠান্ডা হলে তবেই তা মুখে লাগান। তাতে ত্বক অনেক বেশি ঝকঝকে লাগবে।

৩। মুখ ভালো করে না ধুয়ে ভুলেও শিট মাস্ক লাগাবেন না। তাতে লাভ কিছুই হবে না। তাই শিট মাস্ক লাগানোর আগে প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন।

৪।  শিট মাস্ক লাগানোর সময় ভালো করে খেয়াল করুন তা চোখ, নাক, ঠোঁট ঢাকা দিয়ে রয়েছে কিনা। শিট মাস্কের ভিতরে থাকা অতিরিক্ত হাওয়া বের করে দিন। ভালো করে ত্বকের উপর চেপে লাগান। নইলে লাভ কিছুই হবে না।

৫।  শিট মাস্ক ব্যবহারের পর হাতে অতিরিক্ত সিরাম লেগে থাকে। তা ধুয়ে ফেলবেন না। পরিবর্তে ওই হাত আপনার ঘাড়, গলা, কনুইয়ে ঘষে নিন। তাতে ত্বক নরম এবং উজ্জ্বল হবে।

* শিট মাস্ক ব্যবহারের সুফলঃ 

১। রোজ রোজ যাঁরা ত্বকের যত্ন নিতে পারেন না, তাঁদের কাছে ব্রহ্মাস্ত্র শিট মাস্ক।

২। ত্বকের শুষ্কতা দূর করে, আর্দ্রতা ফেরাতে সাহায্য করে।

৩। শিট মাস্ক ব্যবহারে ত্বক আরও উজ্জ্বল ও মোলায়েম করে।

৪। ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য করে। 

* সাবধানতাঃ একাধিক বিশেষজ্ঞ জানিয়েছেন, প্রতিদিন শিটমাস্ক ব্যবহার করার কোনও প্রয়োজন নেই। এতে ত্বকের নিজস্ব তেল উৎপাদনের প্রক্রিয়ায় বাধা পড়তে পারে। সপ্তাহে ২–৩ বার ব্যবহারই যথেষ্ট। 

শিটমাস্ক সত্যিই চটজলদি সৌন্দর্য পেতে একটি কার্যকরী পদ্ধতি, তবে সঠিক নিয়ম মেনে ব্যবহার না করলে কাঙ্খিত ফল মেলা কঠিন। তাই বিউটি ট্রেন্ডে গা ভাসানোর আগে, জেনে নিন সঠিক ব্যবহারবিধি।

You might also like!