Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Life Style News

3 days ago

Winter Shopping Mistakes: শীতের মৌসুমে অপ্রয়োজনীয় কেনাকাটা,কোন জিনিসগুলো এড়িয়ে চলবেন? জেনে নিন বিস্তারিত

Winter Shopping Mistakes
Winter Shopping Mistakes

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীত এলেই কেনাকাটার আগ্রহ বেড়ে যায় প্রায় সবারই। অফার, ডিসকাউন্ট আর আকর্ষণীয় সাজসজ্জার পণ্যের ভিড়ে অনেক সময় এমন সব জিনিসও কেনা হয়ে যায় যেগুলোর প্রয়োজন প্রকৃতপক্ষে খুবই কম। পরে ঘর গোছাতে গিয়ে তখন শুরু হয় আফসোস—অপ্রয়োজনীয় জিনিসে ভরে যাচ্ছে ঘর, আবার ফেলে দেওয়াও সম্ভব নয়। এই মৌসুমে বাড়তি কেনাকাটা নিয়ন্ত্রণে রাখতে কোন জিনিসগুলো এড়িয়ে চলা উচিত, তা উল্লেখিত হলো আজকের প্রতিবেদনে।

১। ঘর সাজানোর মরসুমি সরঞ্জাম: শীত এলেই অনেকে মরসুমের উপযোগী উপকরণ দিয়ে ঘর সাজান। বড়দিনে সান্টা, ক্রিসমাস ট্রির দরকার হয়। অনেকে ঘর সাজাতে টুকিটাকি বিভিন্ন জিনিস কেনেন প্রতি বছর। মরসুম ফুরোলে সেগুলি কোথায় রাখবেন, শুরু হয় নতুন ভাবনা। ঘরের অন্দরসাজের টুকটাকি জিনিসগুলি রাখার যথাযথ জায়গা না থাকলে তা যেমন স্থানাভাবের কারণ হয়, তেমন ঘর জবরজং দেখায়। তা ছাড়া, ছোটখাটো জিনিসে ধুলো হয় বেশি। গাদাখানেক জিনিস না কিনে যে জিনিসগুলি এ দিক-ও দিক করে, ঘরোয়া গাছপালা দিয়ে সাজসজ্জা করা যায়, সেগুলি যত্নে রাখুন।

২। শীতপোশাক: সাজসজ্জা এবং ছিমছাম ঘর সাজানো পছন্দ হলে বছরভর নতুন শীতপোশাক কেনাও অর্থহীন। প্রতি বছর নতুন সোয়েটার, তার সঙ্গে মিলিয়ে জুতো-গ্লাভস কিনলে পরে সেগুলি কোথায় রাখবেন, সেটাও ভাবতে হবে। বরং যা কেনা রয়েছে, তা নতুন ভাবনায় পরা যায় কি না দেখুন। অনেক সময় স্টোল নেওয়ার ধরনে বদল আনলে সাজ নতুন দেখায়। র‌ং মেলানোর বদলে, রঙের বৈপরীত্যও নজর কাড়ে।

৩। প্রাকৃতিক জিনিস: অনেকেই বছর বছর ক্রিসমাস ট্রি, ঘর সাজানোর উপকরণ কেনেন। তবে বাড়িতে যদি ক্রিসমাস ট্রির মতো গাছ বাগানে বা টবে বড় করা যায়, সেটি সাজিয়ে ফেলতে পারেন। কৃত্রিম ফুলদানি সাজানোর বদলে ফুলের গাছ দিয়েও অন্দরসজ্জা সম্ভব। কৃত্রিম জিনিসের ব্যবহার যথাসম্ভব কমিয়ে প্রাকৃতিক জিনিস ব্যবহার করলে ঘর সেজে উঠবে, বাড়তি জিনিসের প্রয়োজন হবে না।

৪। সুগন্ধী বাতি: শীতের মরসুমে কেউ কেউ বাড়িতে সুগন্ধী মোম জ্বালান। অনেক সময় আধখানা মোমই পড়ে থাকে। ধুলো পড়ে নষ্ট হয়। নতুন বাতি না কিনে পুরনো বাতিগুলি গরম জলের উপরে একটি পাত্র বসিয়ে গলিয়ে নিন। এতে পছন্দের এসেনশিয়াস অয়েল মিশিয়ে ইচ্ছামতো ছাঁচে ঢেলে জমিয়ে নিন। নতুন জিনিস হবে, পুরনো জিনিসের অপচয়ও হবে না।

৫। লেপ-কম্বল: লেপ-কম্বলের যত না দরকার পড়ে, তার চেয়ে অনেক বেশি হয়ে যায় বহু বাড়িতেই।শীত এলেই নতুন ধরনের লেপ-কম্বল কিনে ফেলেন অনেকে। তার চেয়ে বরং পুরনো জিনিসগুলির ওয়াড় বদলে ফেলুন। তাতেই পুরনো জিনিস নতুন দেখাবে।

You might also like!