কলকাতা, ৩ জানুয়ারিঃ বঙ্গে ৩৫টি আসন জয়ের টার্গেট আগেই বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তিনি দাবি করেছিলেন বাংলা থেকে ২৫টি আসন জয়ের। তবে এবার সেই মন্তব্য থেকে ঘুরে দাঁড়ালেন দিলীপ ঘোষ।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ জানান, 'কে বলল ২৫টি! আমি তো আপনাদের সামনেই বলেছি। আমি টার্গেট দেওয়ার কেউ নই, আমি টার্গেটে পৌঁছনর লোক। গতবারে অমিত শাহ টার্গেট দিয়েছিলেন ২২, আমরা ১৮-য় পৌঁছেছিলাম। এবারে উনি ৩৫ টার্গেট দিয়েছেন, আমরা সেই ৩৫-এ পৌঁছনোর জন্য লড়াই করছি। যাঁরা বিভ্রান্তিতে আছেন, বিভ্রান্তি তৈরি করছেন, তাতে বিজেপির কিছু যায় আসে না। অনেকে তো বিজেপির কে কোথায় দাঁড়াবেন, সেটাও ঠিক করে দিচ্ছেন।'
তবে নতুন বছরের প্রথম দিন দিলীপ জানান, ০২৪-এ তাঁদের টার্গেট একদম পরিষ্কার, ২৫টা আসন জয়। দলের কর্মীরাও সেই দিকেই তাকিয়ে রয়েছেন। আর দিলীপের মুখে ২৫টি আসনের কথা শুনেই জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিকমহলে। কারণ মাস কয়েক আগে রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিউড়িতে এক জনসভা থেকে শাহ স্পষ্ট জানিয়ে দেন আগামী লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে তাঁদের জয়ের লক্ষ্যমাত্রা ৩৫। বিজেপি সূত্রে জানা যায়, শাহ দলীয় নেতৃত্বকে জানান, পরিস্থিতি তৃণমূলের বিপরীতে যাবে। যতটা তাঁরা কল্পনা করছেন, তার চেয়েও খারাপ হতে পারে পরিস্থিতি। বিজেপি সূত্রে আরও খবর, শাহ নাকি এমনটাও দাবি করেছিলেন যে, কোথাও গিয়ে যদি আটকেও যায় তাহলেও সেই সংখ্যাটা ৩৫-এর চেয়ে খুব একটা কম হবে না।