kolkata

2 weeks ago

Mamata Bala Thakur: কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুকে কটাক্ষ মমতাবালার

Mamata Bala Thakur
Mamata Bala Thakur

 

কলকাতা, ২১ জুলাই : কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সোমবার বড়সড় অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও মতুয়া সম্প্রদায়ের অন্যতম মুখ মমতাবালা ঠাকুর। মমতাবালা কলকাতায় সংবাদমাধ্যমে অভিযোগ করেন, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিচ্ছেন শান্তনু। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে মতুয়াদের মধ্যে বিভাজনের রাজনীতি করারও অভিযোগ আনেন তিনি। মমতাবালার কথায়, “নাগরিকত্বের নামে টাকা নিচ্ছে বিজেপি। শান্তনু ঠাকুর মতুয়াদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা বরাবর মতুয়াদের পাশে থেকেছি, পাশে থাকব।’’ তাঁর অভিযোগ, এনআরসি ও সিএএ-র নাম করে বিজেপি সরকার শুধু বিভ্রান্তি ছড়িয়েছে। বাস্তবে নাগরিকত্ব নয়, মতুয়াদের ভোটকে হাতিয়ার করতেই বারবার নাগরিকত্বের প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। তিনি বলেন, “দিদি আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। বিজেপি কেবল প্রতিশ্রুতি দিয়েছে, কার্যক্ষেত্রে কিছুই করেনি। শান্তনু ঠাকুর নিজেই আজ মতুয়াদের মধ্যে ফাটল ধরিয়েছেন।’’

You might also like!