kolkata

1 year ago

Kolkata Metro: মঙ্গলবারের মেট্রো চলাচলে কাঁটছাঁট, ছুটির দিনে বাতিল অনেকগুলি ট্রেন

Kolkata Metro
Kolkata Metro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী। বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। ছুটির দিন হওয়ায় মঙ্গলবার অনেকগুলি ট্রেন কম চালাবেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ফলে কিছুটা সমস্যায় পড়তে পারেন যাত্রীরা।

মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার মোট ২৩৪টি মেট্রো চলাচল করবে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে। স্বাভাবিক দিনের তুলনায় যা বেশ খানিকটা কম৷ সপ্তাহের কাজের দিনপ কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে আপ-ডাউন মিলিয়ে মোট ২৮৮টি মেট্রো চালানো হয়। মঙ্গলবার যেহেতু ছুটির দিন, তাই ৪৪টি মেট্রো কম চালানো হবে।

তবে যাত্রীদের স্বস্তি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম মেট্রো ও শেষ মেট্রোর সময়ের কোনও পরিবর্তন হচ্ছে না। দমদম, কবি সুভাষ, দক্ষিণেশ্বর- তিনটি স্টেশনেই প্রথম ও শেষ মেট্রোয় সময় অপরিবর্তিত থাকবে৷ তবে ৪৪টি মেট্রো বাতিল হওয়ায় বাড়তে পারে দুটি ট্রেনের মধ্যে কার সময়ের ফারাক।

You might also like!