kolkata

1 year ago

Truck Driver Strike : ট্রাক ও লরি চালকদের বিক্ষোভ অব্যাহত! কলকাতার একাধিক রাস্তায় অবরোধ

Truck Driver Strike in WB (Symbolic Picture )
Truck Driver Strike in WB (Symbolic Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে খিদিরপুর ও বন্দর এলাকার একাধিক রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ল ট্রাক চালকদের প্রতিবাদে। প্রসঙ্গত, কেন্দ্রীয় পরিবহণ নীতির বিরোধিতায় দেশজুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ চলছে বিভিন্ন রাজ্যে।এবার এ রাজ্যের বিভিন্ন জায়গাতে ও সেই প্রভাব দেখা গেল। 

হুগলির ডানকুনি, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে পড়েছে প্রভাব। মঙ্গলবার কেন্দ্রীয় পরিবহণ নীতির বিরোধিতায় কলকাতাতেও চলল ট্রাক ও লরি চালকদের বিক্ষোভ । সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে খিদিরপুর ও বন্দর এলাকার একাধিক রাস্তা কার্যত আটকে পড়ল।  সকাল ৯টা থেকে খিদিরপুরে বেশ কয়েকটি  গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেন ট্রাকচালকরা। 

CGR রোড ও ডুমায়ুন অ্যাভিনিউয়ের সংযোগস্থলের রাস্তা আটকে রাখেন ট্রাক ও লরি চালকরা। পরে বন্দর এলাকার রামনগর মোড়, অ্যাসবেস্টস মোড়, হাইড রোড, সিক লেনেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ধর্মতলা বা হেস্টিংসের দিক থেকে আসা গাড়িগুলিকে খিদিরপুর ও ডায়মন্ড হারবার রোডের সংযোগস্থল থেকে ঘুরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, গার্ডেনরিচের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘোরানো হয় ব্রেস ব্রিজ দিয়ে। এর ফলে সকাল থেকে চূড়ান্ত দুর্ভোগে পড়েন যাত্রীরা। 

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বামনগাছিতেও চলে ট্রাক ও লরি চালকদের সমর্থনে প্রতিবাদ। এখানে রাস্তায় নামেন ম্যাটাডোর চালকরা। সকাল ১০টায় যশোর রোডে বামনগাছি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন মিনি ট্রাক ড্রাইভার্স অ্যান্ড ওয়ার্কার্স অ্য়াসোসিয়েশনের সদস্যরা। অবিলম্বে কেন্দ্রের কালা আইন বাতিল করতে হবে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। পুলিশের হস্তক্ষেপে একঘণ্টা পর অবরোধ ওঠে।  

কেন্দ্রের নতুন পরিবহণ আইনে বিপদে পড়বেন তাঁরা। বড়সড় আর্থিক ক্ষতির মুখেও পড়তে হবে। এই অভিযোগে দেশজুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন ট্রাক ও লরি চালকরা। ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা এনেছে কেন্দ্র। এই আইনে গাড়ি দুর্ঘটনা নিয়ে নিয়মের কড়াকড়ি করা হয়েছে। আর তার প্রতিবাদেই দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে।      


You might also like!