kolkata

1 year ago

TET: চাকরিপ্রার্থীদের বিক্ষোভ সামলাতে, পুলিশের নজিরবিহীন পদক্ষেপ!

protest of job seekers (Symbolic Picture)
protest of job seekers (Symbolic Picture)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক টেট উত্তীর্ণরা মিছিল করছেন কলেজ স্ট্রিট থেকে। মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। গোটা ধর্মতলা এলাকা পুলিশে পুলিশে ছয়লাপ। মিছিল ডোরিনা ক্রসিং পৌঁছালেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তি হয়। তাঁরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন এক চাকরিপ্রার্থী।

এক চাকরিপ্রার্থী বলেন, “আজ আমরা আন্দোলন করতে করতে হাঁপিয়ে উঠেছি। মাননীয়া কি আমাদের দেখবেন না? সকলেই একে একে অসুস্থ হয়ে যাচ্ছি।” অসুস্থ চাকরিপ্রার্থীর মুখ জল দেন সহযোদ্ধারা। তাঁকে রীতিমতো চ্যাঙদোলা করে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। পরে তাঁকে অ্যাম্বুলেন্স করে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

তবে এদিনের মিছিলে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডোরিনা ক্রসিংয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন বহু পুলিশ কর্মী। গত কয়েক বারে চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের উপস্থিতির এ নিদর্শন দেখা যায়নি। ডোরিনা ক্রসিংয়ে হাতে হাত রেখে ব্যারিকেড করে রেখেছেন পুলিশ কর্মীরা। যাতে সহজে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের বার করা সম্ভব হয়।

তারই মাঝে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিপ্রার্থীরা। এক চাকরিপ্রার্থী বলেন, ” এদিনের মতো পুলিশের উপস্থিতি আগে দেখা যায়নি। তবে পুলিশ দিয়ে আমাদের কোনওভাবেই আটকানো যাবে না।মুখ্যমন্ত্রী তিন বার প্রতিশ্রুতি দিয়েও আমাদের চাকরি দেননি।” ঘণ্টা খানেকের মধ্যে চাকরিপ্রার্থীদের সরিয়ে ফেলতে সক্ষম হয় পুলিশ।

You might also like!