kolkata

1 year ago

Weather forecast of Bengal: শীতের শিরশিরানিতে কাঁপছে তিলোত্তমা, দার্জিলিং-এ তুষারপাতের পূর্বাভাস

Victoria Memorial (File Picture)
Victoria Memorial (File Picture)

 

কলকাতা, ২১ জানুয়ারি: আচমকা উধাও হয়ে যাওয়ার পর ফের শীত ফিরে এসেছে তিলোত্তমায়, শীতের আগমণ হয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্রই। উত্তরবঙ্গ তো এমনিতেই কাঁপছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, ধীরে ধীরে মেঘমুক্ত হয়ে পরিষ্কার হয়ে উঠবে আকাশ। ২৪ ও ২৫ জানুয়ারি দার্জিলিং-এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখন মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী কয়েক দিন রাজ্যের তাপমাত্রাতেও খুব একটা হেরফের হবে না। অর্থাৎ, আরও বেশ কয়েক দিন জমিয়ে শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। রবিবারও শীতের আমেজ অনুভূত হয়েছে কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের সর্বত্রই।

You might also like!