kolkata

2 weeks ago

Suvendu Adhikari: “এটা কোনও সভা নয়, পাগলু ডান্স”, তৃণমূলের সমাবেশকে কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ২১ জুলাই : “এটা কোনও সভা নয়, পাগলু ডান্স”। সোমবার সকালে কলকাতা ছাড়ার আগে ২১শে-র শহিদ স্মৃতি স্মরণ নিয়ে এরকম বক্রোক্তিই করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি তথা বিরোধীরা অভিযোগ করেছে, তৃণমূল এই শহিদ স্মরণ সভা আদতে রাজনৈতিক কর্মসূচি। এর সঙ্গে শহিদদের পরিবারের পাশে থাকার কোনও সম্পর্কই নেই। উত্তরকন্যা অভিযানে যাওয়ার আগে আবারও একই কথা বলেছিলেন শুভেন্দুবাবু। তাঁর বক্তব্য ছিল, ২১ জুলাই আদতে কোনও সভাই নয়। সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূলকে কটাক্ষ করেন। এদিন সকালেই শিলিগুড়ি পৌঁছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে যোগ দেন। তাঁর নেতৃত্বেই উত্তরবঙ্গের বিজেপি কর্মী-সমর্থকরা উত্তরকন্যা অভিযান করেন।

You might also like!