কলকাতা, ২৩ ডিসেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সমাবর্তন নিয়ে জটিলতার মধ্যেই সিদ্ধান্ত রাজ্যপালের। রাজভবন থেকে উপাচার্যকে জানিয়ে দেওয়া হয়, তাঁকে তাঁর কর্তব্য থেকে অব্যাহতি দেওয়া হল।
ছাত্রের মৃত্যুতে বিতর্কের আবহেই গত ১৯ আগস্ট যাদবপুরের আচার্য তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস গণিত বিভাগের অধ্যাপক সাউকে উপাচার্যের দায়িত্ব সামলাতে নির্দেশ দেন। যাদবপুর-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যর নিয়োগ নিয়ে প্রবল মতানৈক্য চলছে। এই নিয়োগের বিষয়টি এখনও শীর্ষ আদালতে বিচারাধীন।
এই অবস্থায় দিন দুই আগে উপাচার্য রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে কর্মসমিতির বৈঠকে সমাবর্তনের দিনক্ষণ নিয়ে আলোচনা করেন। এর পর রাজভবন থেকে জানতে চাওয়া হয়েছে যে, আচার্যের অনুমতি ছাড়া কীভাবে অন্তর্বর্তী এই বৈঠক করলেন? বিষয়টি নিয়ে জল ঘোলা হয়। তার পরেও নির্ধারিত দিনেই হচ্ছে সমাবর্তন। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় রাজ্য শিক্ষা দফতর। সূত্রের খবর, এতেই ক্ষুব্ধ আচার্য সরিয়ে দিলেন উপাচার্যকে।
২৪ ডিসেম্বর, রবিবার যাদবপুরে রয়েছে সমাবর্তন। প্রতি বছর এই দিনেই হয়। কিন্তু এ বছর বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকে অনুমতি দেননি আচার্য তথা রাজ্যপাল। সেই নিয়ে তৈরি হয় জটিলতা।