কলকাতা, ২৯ মার্চ : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত গরমের মাত্রা বাড়বে। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে কোনও কোনও জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গের বড় অংশজুড়ে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার মতো পরিস্থিতি আপাতত দেখা যাচ্ছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে আপাতত গরমের দাপট বাড়বে, উল্টে স্বস্তি মিলবে না। সপ্তাহান্তে অবশ্য কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা আছে।
সারাদিন ধরে চড়া রোদ ওঠার জেরে তাপমাত্রা বাড়ছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। দু’একদিনের মধ্যে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি ছুঁতে পারে। মার্চ মাসে এখনও পর্যন্ত কলকাতায় গরমের মাত্রা তুলনামূলকভাবে কম। মার্চ মাসে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি হওয়ার নজির সাম্প্রতিক অতীতে আছে। আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে।