kolkata

1 year ago

Kolkata News:ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কলকাতায়, বাড়িতে থাকতেন একাই

The sensation surrounding the recovery of the person's body in Kolkata, lived alone at home
The sensation surrounding the recovery of the person's body in Kolkata, lived alone at home

 

কলকাতা, ৫ মার্চ : কলকাতায় পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম খোকন পাঁচাল (৬৫), তিনি পেশায় কাঠের মিস্ত্রি। ১৩২/৬ বেলেঘাটা মেইন রোডের বাসিন্দা। একাই থাকতেন। নিয়মিত মদ্যপান করতেন বলে দাবি প্রতিবেশীদের। গত ৩-৪ দিন ধরে বাড়ির বাইরে বের হননি। সোমবার সন্ধ্যার পর থেকে দুর্গন্ধ পেতে শুরু করেন প্রতিবেশীরা।

প্রতিবেশীরা জানালা থেকে দেখার চেষ্টা করতেই মৃতদেহ চোখে পড়ে। ঘরের মধ্যে টিভি চলছিল। বেলাঘাটা থানায় খবর দিলে পুলিশ এসে গেটের তালা ভেঙে দেহ উদ্ধার করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির এক মেয়ে আছেন, হাওড়াতে থাকেন। তাকে খবর দেওয়া হয়েছে।


You might also like!