kolkata

1 year ago

Kolkata Municipality: ইঁদুরের উপদ্রব কমাতে এবার শব্দতরঙ্গ প্রয়োগ করবে কলকাতা পুরসভা

Kolkata Municipality  (File picture)
Kolkata Municipality (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা শহরে যে ভাবে ইঁদুরের উৎপাত বেড়ে চলেছে, তাতে সম্প্রতি সাধারণ মানুষকে বার বার সাবধান করেছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে তিনি পুর আধিকারিকদের সামনেই শুনিয়েছিলেন, কী ভাবে চেতলায় তাঁর বাড়ির অফিস ঘরে ঢুকে পড়েছিল ইঁদুর। আতঙ্কিত মেয়র বলেছিলেন, ‘‘কী ভাবে ইঁদুর বাস করছে, তা আগামী দিনে বোঝা যাবে। সুরাত শহর একটা সময়ে প্লেগে ছেয়ে গিয়েছিল। এখন থেকে সতর্ক না হলে ভবিষ্যতে মহামারি হতে পারে কলকাতায়।’’

তবে কলকাতা পুরসভা ইঁদুর না মেরে তাকে জব্দ করতে মাস দুয়েক আগে ব্যবস্থা নেওয়া শুরু করেছে । আপাতত পুরসভার আলো বিভাগকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পরীক্ষামূলক ভাবে চারটি জায়গায় বিশেষ যন্ত্র বসিয়েছে। ওই চার জায়গা হল মেয়রের ঘর, কনফারেন্স রুম, নতুন কন্ট্রোল রুম এবং নিউ মার্কেটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা দফতরের চারতলায় তথ্যপ্রযুক্তি বিভাগ।

আলো বিভাগের এক ইঞ্জিনিয়ারের কথায়, ‘‘প্রতিটি জায়গায় কন্ট্রোল ইউনিট এবং একাধিক অ্যান্টেনা রাখা হয়েছে। কন্ট্রোল ইউনিট থেকে শব্দতরঙ্গ পাঠিয়ে ইঁদুর তাড়ানো হচ্ছে।’’ কিন্তু প্রশ্ন উঠছে, ইঁদুর না মেরে শুধুমাত্র শব্দতরঙ্গের সাহায্যে তাদের ওই সব এলাকা থেকে তাড়ানো গেলেও বাকি জায়গায় তো তারা স্বমহিমায় থাকবে? এতে তো আখেরে কাজের কাজ কিছু হবে না?

এ ব্যাপারে মেয়র পারিষদ (স্বাস্থ্য) তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, ‘‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ আছে, ইঁদুর মারা যাবে না। তবে তারা যাতে বংশবিস্তার না করে, সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে। রাস্তার ধারে যেখানে সেখানে খাবারের উচ্ছিষ্ট ফেলা যাবে না।’’ শব্দতরঙ্গের মাধ্যমে পুরসভার ভিআইপি জ়োনে ইঁদুরের আনাগোনা ঠেকানো গেলেও পুরকর্মীরা প্রমাদ গুনছেন অন্য জায়গায়। তাঁদের এক জনের কথায়, ‘‘যে চার জায়গায় বিশেষ যন্ত্র বসানো হয়েছে, সেখানে তো ইঁদুর যাচ্ছে না। কিন্তু এর ফল হয়েছে উল্টো। যাঁরা সাধারণ কর্মী, তাঁদের পায়ের নীচে বিপজ্জনক ভাবে তারা ঘোরাফেরা করছে।’’


You might also like!