kolkata

1 year ago

ED RAID: উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডি হানা

ED raided the house of Subodh Chakraborty
ED raided the house of Subodh Chakraborty

 

কলকাতা, ১২ জানুয়ারি: উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তী বাড়িতেও ইডির অভিযান। শুক্রবার সকাল সাড়ে সাড়ে ছয়টা নাগাদ ইডির প্রতিনিধি দল ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তিন নম্বর খলিসাকোটা পল্লীতে সুবোধের দের বাড়িতে আসেন। প্রায় দু''ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চলছে।

দমদম থানার আইসি বঙ্কিম বিশ্বাস তিনিও আসেন। এই সময় ভিতরে ঢুকতে চাইলেও তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আধিকারিকরা জানিয়ে দেন, তার ভিতরে ঢোকার কোন অনুমতি নেই। এই পরিপ্রেক্ষিতে দমদম থানার আইসি জানান "এটা আমার এরিয়া। আর সেই কারণেই আমি এখানে আসি। আবার জানার অধিকার রয়েছে ভিতরে কি হচ্ছে। যদিও তিনি এরপরই এলাকা ছাড়েন।

প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকে একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন কেন্দ্রীয় সংস্থার নজরে রয়েছেন একাধিক হেভিওয়েট।এদিন সুজিত বসুর বাড়িতেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি। তাঁর সঙ্গে পুর নিয়োগ দুর্নীতির যোগ থাকতে পারে বলে সন্দেহ কেন্দ্রীয় সংস্থার। পাশাপাশি তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও হানা দিয়েছে ইডি । দুই বিধায়কের বাড়িতেই এদিন উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলে চলে যায় তারা।

You might also like!