kolkata

1 year ago

Teacher Recruitment Case : নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-ঘনিষ্ঠ ভজাকে তলব ইডি-র, বুধবারই হাজিরার নির্দেশ

Partha Chatterjee
Partha Chatterjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন তিনি। পার্থ সরকার ওরফে ভজা। কুন্তল ঘোষ ও মন্ত্রী পার্থর মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে তিনিই ছিলেন অন্যতম মিডলম্যান, চার্জশিটে এমনই দাবিব ইডি-র। সেই ভজাকে বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ভজাকে ইডির দফতরে হাজির হতে নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

নিয়োগ দুর্নীতির মামলায় অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে পার্থ সরকার ওরফে ভজার বিরুদ্ধে একাধিক তথ্য তাদের হাতে এসেছে বলে দাবি ইডি-র। কলকাতা পুরসভার গত নির্বাচনে পার্থর সুপারিশেই তিনি ১২৮ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পেয়ে তৃণমূলের প্রতীকে জিতে কাউন্সিলর হয়েছিলেন।

ইডি সূত্রের দাবি, গত ১২ বছরের তাঁর সমস্ত সম্পত্তি এবং ব্যাঙ্কের আর্থিক লেনদেনের সমস্ত নথি সমেত ভজাকে তলব করা হয়েছে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় এর আগে ভজাকে একাধিক বার তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।


You might also like!