International

6 days ago

Thailand-Cambodia Clash: সংঘর্ষবিরতি, থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে শান্তি

Thailand and Cambodia agree to a ceasefire
Thailand and Cambodia agree to a ceasefire

 

ব্যাংকক, ২৯ জুলাই : সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া। এই আবহে মঙ্গলবার সকাল থেকে দু’দেশের সীমান্তে শান্তি বজায় রয়েছে। তবে এ দিন দু’দেশের সেনাবাহিনীর কমান্ডার পর্যায়ের যে আলোচনা হওয়ার কথা ছিল, তা স্থগিত রাখা হয়েছে। থাইল্যান্ড সরকারের মুখপাত্র জানিয়েছেন, কোথায় ওই বৈঠক হবে, তা এখনও স্থির হয়নি। তাই বৈঠকের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। কম্বোডিয়ার সেনাবাহিনী কীভাবে তাদের সীমান্তে আক্রমণ করেছিল, তা আমেরিকা এবং চিনকে জানানো হবে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র। উল্লেখ্য, গত সপ্তাহ থেকে উত্তপ্ত ছিল থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্ত এলাকা। দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হয় অন্তত ৩৩ জনের। বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন লক্ষাধিক মানুষ।


You might also like!