কলকাতা, ২ জানুয়ারি : গত দু'বছর ধরে ৭ জানুয়ারি নেতাইয়ের গণ হত্যাকাণ্ডের দিন শুভেন্দু অধিকারীকে নেতাইয়ে ঢুকতে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ। তাই এবার আগেভাগেই হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা।
নেতাইয়ের গণ হত্যাকাণ্ডের এক যুগ অতিক্রান্ত। তবে সেই বিভীষিকার দিন আজও টাটকা সেখানকার মানুষদের কাছে। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর গঠনের পর ঘাসফুল শিবির ঘোষণা করে, প্রতি বছর ৭ জানুয়ারি নেতাইয়ে শহিদ দিবস পালন করা হবে। সেই মোতাবেক প্রতি বছর শাসকদল ওই দিন শহিদ দিবস পালন করে। এদিকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরই ওইদিন নেতাইয়ে যান।
নেতাই হত্যাকাণ্ডের দশবছর পেরিয়ে গেছে। কিন্তু ঘটনার কারণে ৭ জানুয়ারি স্মরণীয় হয়ে রয়েছে। তৃণমূল থেকে বিজেপি ওই দিন নেতাইয়ের শহিদদের স্মরণে একাধিক অনুষ্ঠান কর্মসূচি নেয়। এবারও তার প্রস্তুতি নিচ্ছে দু’দলই।
অভিযোগ, গতবার হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নেতাইয়ে ঢুকতে দেওয়া হয়নি শুভেন্দুকে। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন তিনি। বিরোধী দলনেতার কথায়, নেতাইয়ে হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করা ও শহিদ বেদিতে মালা দেওয়ার কর্মসূচি ছিল তাঁর। কিন্তু পুলিশ বাধা দেয়।
এ বছরও নেতাইয়ে যেতে চান শুভেন্দু। শহিদ দিবসে সেখানে তাঁর যাওয়া নিশ্চিত করতে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা করেন শুভেন্দু। আদালতের থেকে অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশ চেয়ে আবেদন করেছেন তিনি। আগামী ৪ জানুয়ারি এই মামলার শুনানি হবে।