দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুর কর্তৃপক্ষ কলকাতা পুরসভার তত্ত্বাবধানে থাকা প্রাথমিক বিদ্যালয়গুলিতে শৌচাগার সংস্কারে দুর্নীতিতে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করে দ্রুত শুনানি শুরু করতে চান। প্রসঙ্গত ২০১৭-২০২০ সালের মধ্যে ৫০টি পুর প্রাথমিক বিদ্যালয়ে ৬৩টি শৌচাগার সংস্কারের কাজে প্রায় ৩৭ লক্ষ টাকা গরমিলের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে, পুর কর্তৃপক্ষ শিক্ষা বিভাগের তখনকার দায়িত্বপ্রাপ্ত চার জনকে কারণ দেখাতে বলেছিলেন। কিন্তু সেই জবাব মন মাফিক না হওয়ায়, ওই চার জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুরসভা সূত্রের খবর।
পুরসভার পার্সোনেল ও আইন বিভাগ চার্জ গঠনের দায়িত্বে রয়েছে। পুরসভার এক শীর্ষকর্তা জানান, ‘‘অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে চার্জগঠনের প্রক্রিয়া চলছে। সেই কারণে হয়তো শুনানি শুরু হতে খানিকটা দেরি হচ্ছে। কিন্তু অভিযুক্তেরাচার্জ গঠনের প্রক্রিয়ার ফাঁক দিয়ে যাতে নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারেন, তাই সব দিক খতিয়ে দেখে নিখুঁত ভাবে এই প্রক্রিয়ায় মনোনিবেশ করতে বলা হয়েছে বিভাগীয় আধিকারিকদের।’’