kolkata

1 year ago

Entali police station: জোরে বক্স বাজানোয় নিষেধ সাধতেই এন্টালি থানার পুলিশ বেধড়ক ‘মার’

The police of Entali police station 'beat' (Symbolic Picture)
The police of Entali police station 'beat' (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিআইটি রোডের আনন্দপালিতে একটি ফ্ল্যাটের ছাদের উপর জন্মদিনের পার্টি ছিল শনিবার রাত্রিবেলা। সেই পার্টি উপলক্ষ্যে সন্ধ্যে থেকেই বাজছিল বক্স। তবে রাত বাড়লেও সেই গান বন্ধ না হওয়ায় শেষে ১০০ ডায়াল করে পুলিশে ফোন করেন ফ্ল্যাটের বাকি সদস্যরা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন এন্টালি থানার পুলিশ কর্মীরা। পার্টিতে উপস্থিত লোকজনের সঙ্গে বচসা বাধে তাদের। অভিযোগ, মদ্যপ অবস্থায় এক সিভিক ভলান্টিয়র ও এক সার্জেনের গায়ে হাত তোলেন অভিযুক্তরা। বেধড়ক মারধর করা হয় তাঁকে। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা হলেন প্রভাত সরকার, বাপি সরকার ও বাপ্পা সরকার। ওই ফ্ল্যাটের এক বাসিন্দা বলেন, “জন্মদিনের অনুষ্ঠানে আমরাও নিমন্ত্রিত ছিলাম। তবে রাত্রিবেলা খেয়ে দেয়ে চলে আসি। একটা পর্যন্ত বক্স বাজচ্ছিল। তারপর তো শুয়ে পড়েছিলাম। হঠাৎ শুনি চিৎকার। দরজা খুলে দেখি পুলিশ এসেছে। এরপর কী হয়েছে বলতে পারব না।”

You might also like!