কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদের ওঠানামা লেগেই রয়েছে, একই অবস্থা উত্তরবঙ্গেও। কোনও দিন বাড়ছে, আবার কোনও খানিকটা কমছে। পারদের ওঠানামার মধ্যেও মনোরম পরিবেশ রয়েছে তিলোত্তমায়, মোটামুটি স্বস্তিদায়ক আবহাওয়া রয়েছে দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম।
তাপমাত্রা কমতেই শনিবার সকালে হালকা ঠান্ডা অনুভূত হয়েছে, গ্রাম বাংলায় এই ঠান্ডার অনুভূতি একটু বেশি ছিল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবারের পর থেকে ফের তাপমাত্রার পারদ চড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাপমাত্রার খুব বেশি তারতম্য না হলেও, রবিবারের পর থেকে বৃদ্ধি পেতে থাকবে তাপমাত্রা। বেলা বাড়তেই বাড়বে গরম, অনুভূত হবে ঘর্মাক্ত অস্বস্তি। গুমোটভাবে অনুভূত হবে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে।