kolkata

1 year ago

Adhar Linking : গ্যাস সিলিন্ডার পেতে আধার লিঙ্ক করানোর জন্য চূড়ান্ত হয়রানি, জেলার পাশাপাশি কলকাতাতেও একই অবস্থা

Aadhaar  Linking  with LPG Connection (Symbolic picture )
Aadhaar Linking with LPG Connection (Symbolic picture )

 

কলকাতাঃ গ্যাস সিলিন্ডার পেতে আধার লিঙ্ক করানোর জন্য চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। দক্ষিণ ২৪ পরগনা থেকে হাওড়া, হুগলি থেকে পূর্ব মেদিনীপুর সর্বত্রই গ্যাস অফিসের সামনে ভোরবেলা থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে গ্রাহকদের। কেউ ভোর ৪ টে, কেউ ভোর ৫ টায় এসে লাইন দিচ্ছেন। তারপরও ঠিকমতো লিঙ্ক করানো যাচ্ছে না বলে অভিযোগ করছেন অনেকেই। অনলাইনে এই পরিষেবা না মেলায় ক্ষুদ্ধ গ্রাহকরা।

গ্যাস সিলিন্ডার কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক করাতে কলকাতাতেও দেখা যাচ্ছে লম্বা লাইন । ৩১ শে মার্চ ২০২৪ পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে বলে আশ্বস্ত করা হয়েছে বিভিন্ন গ্যাস সংস্থার ডিলারদের তরফে। কিন্তু তার পরও উদ্বেগ কাটছে না গ্রাহকদের। ভিড় ক্রমেই বাড়ছে। গ্যাস সিলিন্ডারের কানেকশনের সঙ্গে যুক্ত করতে হবে আধার এই মাসের মধ্যেই। নইলে বড় ক্ষতি হতে পারে, গ্রাহকের এমনটা ধারণা তৈরি হয়েছিল । ভর্তুকি পেতে গেলে বাধ্যতামূলকভাবে করাতে হবে বায়োমেট্রিক। তার জন্য সময় বেঁধে দিয়েছে গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সংস্থাগুলি। ঘোষণা করা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক আপডেট না করানো হলে বন্ধ হয়ে যাবে ভর্তুকি। আর তার শেষ তারিখ ৩১ ডিসেম্বর বলে ধারণা ছিল অনেকের। তাই এই সময়ের মধ্যে বায়োমেট্রিক আপডেট করাতে তাই শেষমুহূর্তে লাইনে দাঁড়াচ্ছেন শয়ে শয়ে মানুষ। তাই কোথাও সকাল থেকে, কোথাও আবার ভোরের আগে থেকেই গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সংস্থাগুলির অফিসের সামনে পড়েছে লম্বা লাইন। ব্যতিক্রম নয় কলকাতাও।

You might also like!