kolkata

1 year ago

Bhangar:পঞ্চায়েত ভোটে ভাঙড়ে হিংসার ঘটনায় ধৃত এক

The scene of the clash on the day of counting of votes
The scene of the clash on the day of counting of votes

 

কলকাতা, ২৭ ডিসেম্বর, : পঞ্চায়েত ভোট পর্বে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবক পাকড়াও হল কাশীপুর এলাকায়।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রবিউল শেখ। বুধবার কাশীপুর থানার পানাপুকুর গ্রাম থেকে ওই যুবককে ধরার সময় তাঁর কাছে একটি বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

গত জুলাই মাসে অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়ের পরিস্থিতি। বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। আহত হন অনেকে। অশান্তিতে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েক জনকে আগেও গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ দিন ধরে ১৪৪ ধারা জারি ছিল এলাকায়। যার জন্য ভাঙড়ে ঢুকতে পারেননি এলাকার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

পুলিশ সূত্রে খবর, গত পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার সময় যে অশান্তির ঘটনা ঘটেছিল এবং ভোট গণনার রাতেও যে ঝামেলা হয় তাতে নাম জড়ায় রবিউল শেখের নাম। সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বলে অভিযোগ।


You might also like!