kolkata

1 year ago

Rahul Gandhi : রাহুলের ন্যায় যাত্রার ‘যোদ্ধা’ জোগাড়ে নয়া অভিযান কংগ্রেসের

Rahul Gandhi (File Picture)
Rahul Gandhi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারত ন‌্যায় যাত্রার সঙ্গী হতে চাইলে একটা মিসড কলেই হবে কাজ! ন‌্যায় যাত্রার সঙ্গীদের  নাম দেওয়া হবে ‘ন‌্যয় যোদ্ধা’। একটি পুস্তিকা তার জন‌্য প্রকাশ করা হয়েছে। তাতে এই যাত্রার যাবতীয় তথ‌্য রয়েছে। বৃহস্পতিবার তা সামনে এনে প্রদেশ কংগ্রেস দপ্তরে সাংবাদিক বৈঠক করেন এআইসিসির নেতারা।

৯৮৯১৮০২০২৪ এই নম্বরে মিসড কল দিলেই তার যাবতীয় তথ‌্য মিলবে। হওয়া যাবে যাত্রার অংশীদারও। এআইসিসির (AICC) সদস‌্য রাজ্যের কমিউনিকেশন ইনচার্জ অংশুমান সাহিল ও অতুল লন্ধে পাতিল কলকাতায় একযোগে জানান, “ন্যায় কা হক মিলনে তক ভারত জোড়ো ন্যায় যাত্রা হবে। তার জন‌্যই বুকলেট প্রকাশ করা হল। এই যাত্রায় দলে দলে ন‌্যয় যোদ্ধারা অংশ নিন। দেশের যে কোনও মানুষ এই নম্বরে ফোন করে যাত্রায় সামিল হতে পারবেন।”

রাহুল গান্ধীর ৫ দিনের ন্যায় যাত্রা হবে উত্তরবঙ্গের ৭ জেলা ছুঁয়ে। অসম ছেড়ে যা ঢুকবে কোচবিহারের বক্সিরহাটে। রোড শো’র সঙ্গে সুযোগ মতো হবে পদযাত্রা। চলবে ‘জন সংযোগ’। ফাঁকে ফাঁকে ভাষণও দিতে পারেন রাহুল। ২৬ অথবা ২৭ জানুয়ারি অসমের দিশপুর হয়ে কোচবিহারে ঢুকবে রাহুলের রোড শো। বক্সিরহাট, তুফানগঞ্জ, ফালাকাটা, ময়নাগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি হয়ে ঢুকবে বিহারের পূর্ণিয়ায়। দ্বিতীয় দফায় মালদহ, মুর্শিদাবাদ হয়ে তিনি যাবেন ঝাড়খণ্ড।

যে যে এলাকায় রাহুল যাবেন, তার মধ্যে বিস্তীর্ণ অঞ্চলে সেভাবে কংগ্রেসের সংগঠনই নেই। সেই সব এলাকায় ভিড় জোগাড় করাটা বড়সড় চ্যালেঞ্জ। মনে করা হচ্ছে সেকারণেই এই মিসড কল অভিযান শুরু হচ্ছে।

You might also like!