kolkata

2 weeks ago

Netizens criticize Mamata: আবাসনের নামকরণ নিয়ে মমতাকে কটাক্ষ নেটনাগরিকদের

Chief minister Mamata Banerjee
Chief minister Mamata Banerjee

 

কলকাতা, ১৮ জুলাই : নিউটাউনে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু'টি বহুতল আবাসনের উদ্বোধন করেন। এই দু'টির নাম 'নিজন্ন'ও 'সুজন্ন'। এছাড়া রাজারহাটে বহুতল পার্কিং লট তৈরি হয়েছে। সেটির নাম দেওয়া হয়েছে 'সুসম্পন্ন'। এই খবর সামাজিক মাধ্যমে আসার পর নামকরণ নিয়ে শুক্রবার কটাক্ষ করেছেন নেটনাগরিকদের একাংশ।

এ সাহা লিখেছেন, “এই নাম একমাত্র আমাদের মূর্খ মন্ত্রী রাখতে পারে।” বাসবী চক্রবর্তী লিখেছেন, “আমিও বিষন্ন।” শ্যামসুন্দর পাল লিখেছেন, “জঘন্ন”. বিষ্ণুপ্রসাদ সিনহা লিখেছেন, “আসন্ন”। অরিন্দম সরকার লিখেছেন, “উচ্ছন্ন, বিপন্ন, আচ্ছন্ন, বিষন্ন, অবসন্ন”। তুফান দে লিখেছেন, “আমরা বিপন্ন”। দীপক হালদার লিখেছেন, “পুরো রাজ্যটাই উচ্ছন্ন।” সুখেন কোলে লিখেছেন, “আমি প্রসন্ন”। পরিতোষ ঘোষ লিখেছেন, “নিরন্ন মানুষের জন্য ভাবলে ভালো হয়!”


You might also like!