দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন পথ দেখাতে চলেছে মেট্রো রেল। এই পরিকল্পনা রূপায়ণের তৎপরতায় দিশা দেখছেন উত্তর থেকে দক্ষিণের নিত্য মেট্রো যাত্রীরা। মনে করা হচ্ছে, বিপুল-সংখ্যক যাত্রী উপকৃত হবেন নতুন বছরের শুরুর দিকে তিন অংশে মেট্রো চললে। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন পরিদর্শন করছেন সংস্থার কর্তারা। যাদের মধ্যে রয়েছেন খোদ জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি।
শুধু যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে ট্রেন চালানোর চেষ্টা চলছে এমনটাই নয়, একই দ্রুততায় কাজ চলছে অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া-বিমানবন্দর শাখার নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত অংশে ট্রেন চালানোর এবং পার্পল লাইন বা জোকা-বিবাদী বাগ শাখার তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশে পরিষেবা সম্প্রসারণের। যার দ্বারা নতুন বছরের গোঁড়াতেই পরিষেবা পেয়ে উপকৃত হবেন বিপুল-সংখ্যক যাত্রী।