কলকাতা, ৩ জানুয়ারিঃ সিএএ নিয়ে এবার বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আঙুল তুললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এক ভিডিওর মাধ্যমে শশী পাঁজা বলেন, 'শান্তনু ঠাকুর দ্বিচারিতা করছেন। দিল্লিতে একরকম কথা বলছেন, আবার বাংলায় অন্যরকম কথা তিনি বলেন। তৃণমূলের সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে সিএএ বাংলায় হবে না। এটা যাঁরা বলছেন, লোকসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছেন, আইনটা তাঁরা প্রণয়ন করেছেন, কিন্তু সেটা তাঁরা আরম্ভ করতে পারছেন না, কারণ গাইডলাইন ঠিক নেই। এগুলো কোথাও না কোথাও মানুষের সঙ্গে প্রতারণা হচ্ছে।'
এর পাশাপাশি শশী পাঁজা বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, সিএএ হবে না। তিনি আরও বলেছেন, পশ্চিমবঙ্গে যাঁরা বসবাস করছেন, রেশন পাচ্ছেন, সমস্তরকম সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা ইতিমধ্যেই নাগরিক, দ্বিতীয়বার তাঁদেরকে সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা যেটা বিজেপি বলছে, সেটা ভুল। ফলে সিএএ প্রয়োজন নেই, সিএএ হবে না, মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন। যাঁরা পশ্চিমবঙ্গে রয়েছেন, তাঁরা প্রত্যেকেই দেশের নাগরিক।'
প্রসঙ্গত সামনেই লোকসভা নির্বাচন, তার আগে ফের আলোচনায় উঁকি দিচ্ছে সিএএ ইস্যু। সম্প্রতি রাজ্যে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে বলতে শোনা যায়, '২০২৪-এর ভোটের আগেই সিএএ হবে।' একটি মন্দিরের অনুষ্ঠানে দাঁড়িয়ে একথা বলেন তিনি। সুত্র মারফত জানা গিয়েছে, সেখানে কেউ কেউ শান্তনু ঠাকুরের এ হেন মন্তব্যের প্রতিবাদে সরব হন। যার জেরে বচসার জটে জড়িয়ে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পরে তিনি অভিযোগ করেন, তৃণমূলের লোকজন তাঁকে গালিগালাজ করেছে। যদিও তৃণমূল পালটা দাবি করে, এটা সাধারণ মানুষের প্রতিবাদ, এর সঙ্গে তাদের কোনও যোগ নেই।