কলকাতা, ১৫ ডিসেম্বর : রাজ্যের জেলায় জেলায় বাড়ছে শীতের আমেজ। অবাধ উত্তুরে হাওয়ায় সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা নেমেছে। শনিবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে রবি-মঙ্গলবারের মধ্যে ফের উত্তরবঙ্গে আবহাওয়া বদলাতে পারে। আগামী সপ্তাহে শীতে কাঁপতে পারে উত্তর থেকে দক্ষিণ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী পাঁচদিন রাজ্যে রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না অর্থাৎ এখন যেরকম শীত পড়েছে সেরকমই চলবে। তবে ২০ তারিখ থেকে তাপমাত্রা কিছুটা নামতে পারে। অর্থাৎ সেই সময় শীতে কাঁপতে পারে উত্তর থেকে দক্ষিণ। আগামী ২০ থেকে ২২ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ কলকাতা ও সংলগ্ল জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামতে পারে। এমনিতেই বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কোথাও কোথাও ১০ ডিগ্রিতে নেমেছে। আগামী ৫ দিন দার্জিলিংয়ের কিছু অংশ ছাড়া বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাকি সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের নীচের এলাকাগুলিতে হালকা বৃষ্টি এবং উপরের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা থাকছে।
পারদ-পতনে উত্তরকে ছাপিয়ে গিয়েছে দক্ষিণ। কালিম্পং যেখানে ১১ দশমিক ৫ ডিগ্রি, সেখানে বর্ধমানের তাপমাত্রা ১০ দশমিক ৮। শ্রীনিকেতন ১১ দশমিক ৪, মেদিনীপুর ১৩ দশমিক ১, দিঘা ১৩ দশমিক ৬। আবার কোচবিহার আর কৃষ্ণনগরের তাপমাত্রা ১৪ দশমিক ৬ হলে, তার সঙ্গে পাল্লা দিচ্ছে দমদম। শীতে কাঁপছে শৈলশহর। দার্জিলিঙে পারদ নেমেছে ৫ ডিগ্রিতে। আগামী কয়েকদিন বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্যেই শীতের শিরশিরানি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় আজ, শুক্রবার তাপমাত্রা স্বাভাবিকের নীচে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যা এক ডিগ্রি কম। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৩ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
শীতের কাঁপুনি বাড়বে দেশজুড়ে। আগামী কয়েকদিনে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব ও পশ্চিম ভারতে তাপমাত্রা কমবে। দিল্লিতে তাপমাত্রা নামার সম্ভাবনা। উত্তর-পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।