দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের ছবি ব্যবহার করা হচ্ছে ব্যানার থেকে ফ্লেক্স সর্বত্র। শারদোৎসবের থেকে শুরু করে ‘ইনসাফ যাত্রা’র প্রচার বিভিন্ন ক্ষেত্রেই ব্যাবহার করা হচ্ছে বাম যুবনেত্রীর ছবি। তবে দলের অভ্যন্তরেই প্রশ্ন উঠছে, প্রচারে এভাবে এককভাবে কাউকে মুখ হিসাবে তুলে ধরা সিপিএমের (CPM) মতো ক্যাডারভিত্তিক পার্টিতে কি ঠিক হচ্ছে? এটাই কি তাহলে পার্টি লাইন? প্রচারমুখে মীনাক্ষীর ছবি ব্যাবহারকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠেছে সিপিএমে। এবং সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে শুরু হয়েছে মতানৈক্য।
বঙ্গ সিপিএমের যারা কট্টরপন্থী তাঁরা বলছেন, এককভাবে কাউকে মুখ হিসাবে তুলে ধরে তার ছবিই সর্বত্র ব্যবহার করার উদাহরণ সিপিএমে নেই। ব্যক্তি প্রচারে বিশ্বাস করে না পার্টি। অন্যদিকে এ বিষয়ে তরুণ প্রজন্মের অভিমত, মীনাক্ষীকে মুখ হিসাবে তুলে ধরার মধ্যে কোনও অসুবিধা নেই। পার্টি কর্মীদের মধ্যেও মীনাক্ষীর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে।
দুর্গাপুজোর সময়ও বিভিন্ন জায়গায় শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে মীনাক্ষীর ছবি দেওয়া ফ্লেক্স পড়েছিল এ প্রসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, ‘‘যুবর রাজ্য সম্পাদক করার সময় থেকেই মীনাক্ষীকে সামনে আনা হচ্ছে। তবে শুধু মীনাক্ষীকেই নয়, তরুণ প্রজন্মকেই আমরা সামনে তুলে আনছি।’’
সুত্র বলছে, একসময় ধারণা হয়ে গিয়েছিল সিপিএম মানেই বৃদ্ধদের দল। য়স বাড়লেও একই পদে দিনের পর দিন থেকে যাচ্ছেন নেতারা। গত বছর রাজ্য সম্মেলনে এই বৃদ্ধতন্ত্র থেকে বেরোতে চেয়েছে বঙ্গ সিপিএম। মীনাক্ষী-সহ একঝাঁক তরুণ নেতৃত্বকে সামনে আনা হয়েছে। সিপিএমের এক রাজ্য নেতার কথায়, এখন ছবি দিয়ে প্রচার করা একটা ট্রেন্ড। কিন্তু সেখানেও প্রশ্ন, তা হলে শুধু মীনাক্ষীর ছবি দেওয়া ফ্লেক্স বা হোর্ডিংই ব্যবহার করা হচ্ছে কেন? বাকি ছাত্র বা যুবনেতারা নয় কেন? এর অবশ্য সঠিক উত্তর দিতে পারেননি ওই নেতা। তা হলে কি বঙ্গ সিপিএম এবার লাইন বদলাচ্ছে?