ভাটপাড়া, ২১ জানুয়ারি : দলের উল্টো পথে হেঁটে আগামীকাল সোমবার ভাটপাড়ায় ভগবান রামের বিশেষ পূজার আয়োজন করছেন উত্তর ২৪ পরগনার জেলা পরিবহন দফতরের ভাইস চেয়ারম্যান তথা তৃণমুল নেতা প্রিয়াংগু পাণ্ডে । এর জন্য ভাটপাড়ায় ৮ লক্ষ প্রদীপ দিয়ে ১৩০ ফুটের রামের মূর্তি বানালেন তিনি। আর এই পুজো নিয়েই শুরু রাজনৈতিক বিতর্ক।
আর মাত্র কয়েক ঘন্টা বাকি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে । রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সোমবার । তবে বিজেপি এই রাম মন্দির ইস্যুকে হাতিয়ার করে আসন্ন লোকসভা নির্বাচনের বৈতরণী পেরতে চাইছে এই অভিযোগ তুলে আগামীকাল ‘সংহতি যাত্রা’ করবে তৃণমূল । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই হচ্ছে ‘সংহতি যাত্রা’ । তবে তাতে যোগ দিচ্ছেন না উত্তর ২৪ পরগনার জেলা পরিবহন দফতরের ভাইস চেয়ারম্যান তথা তৃণমুল নেতা প্রিয়াংগু পাণ্ডে এবং তাঁর স্ত্রী ভাটপাড়া পুরসভা ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি পাণ্ডের উদ্যোগে তৈরি হচ্ছে ১৩০ ফুট দৈর্ঘ্যের রাম মূর্তি। প্রায় ৯ লক্ষ মাটির প্রদীপ দিয়ে তৈরি হয়েছে সেটি। আগামীকাল থেকে শুরু হবে পুজো।
একদিকে, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ‘সংহতি যাত্রা’ করবেন বলে ঘোষণা করেছেন, সেই সময় ভাটপাড়ায় জেলা তৃণমুল কংগ্রেসের নেতা এবং তাঁর স্ত্রীর এই রামপুজোয় কার্যত জলঘোলা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে প্রিয়াংশু পাণ্ডে বলেন, “রামের পুজো সবাই করে। রাম রাজ্য সবাই চায়। কারণ সেই সময় প্রজারা রামের কাছে কথা বলতে পারতেন। সেই রাম-রাজ্য প্রত্যেক মানুষের স্বপ্ন। আর ধর্ম ধর্মের জায়গায়। রাজনীতি রাজনীতির জায়গা। আমি তৃণমূল করলেও আগে আমার কাছে ধর্ম। আমি সম্প্রীতির মিছিলে থাকব না। পুজো করব।”