kolkata

1 year ago

ED: রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির রেশন দুর্নীতি মামলায়

ED
ED

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রেশন দুর্নীতি মামলায় বিস্তারিত তদন্ত করার জন্য রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বৃহস্পতিবার ডিজির দফতরে এই চিঠি গিয়েছে। রেশন দুর্নীতির ক্ষেত্রে রাজ্যজুড়ে ছড়িয়ে রয়েছে চাল ও গমকল। তাই রাজ্য পুলিশকে ইডির অনুরোধ বিস্তারিত তদন্ত করুক তারা। রাজ্য পুলিশ চাইলে সাহায্য করতে প্রস্তুত ইডি, লেখা হয়েছে সেই চিঠিতে।

ইডি যে চিঠি পাঠিয়েছে, তাতে রেশন দুর্নীতির একটি সংক্ষিপ্তসার তুলে ধরা হয়েছে। কীভাবে দুর্নীতি হয়েছে, কোন কোন জায়গায় দুর্নীতি হয়েছে বা কত টাকার দুর্নীতি হয়েছে উল্লেখ করে ইডির অনুরোধ এর তদন্ত করুক রাজ্য পুলিশ।

এই রেশন দুর্নীতি মামলায় ২০২০ সালে রাজ্য পুলিশই প্রথম মামলা রুজু করে। তবে রাজ্য পুলিশের তদন্ত কোনও অজ্ঞাত কারণে বেশি দূর যায়নি। ইডির বক্তব্য, পুলিশ এই তদন্ত করলে এই দুর্নীতিকে একদিকে যেমন রাশ টানা যেত, একইভাবে গোটা ঘটনাও অনেক আগে সামনে আসত। তবে এখন ইডির অনুরোধ, রাজ্য পুলিশ যেন রাজ্যের যেখানে যেখানে চালকল, আটাকল আছে, সেসব জায়গায় তদন্ত করে দেখে।


You might also like!