কলকাতা, ৩০ জানুয়ারি : মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একগুচ্ছ অভিযোগ এনেছিলেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে। কিন্তু বিচারপতি সেন এতদিন এই নিয়ে মুখ খোলেননি। এ বার তিনিও এজলাসে বসেই সরাসরি জানিয়ে দিলেন নিজের ক্ষোভের কথা ৷ শুধু তাই নয়, শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন তিনি ।
কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির বেনজির বিরোধের মাঝে এই প্রথম মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন। তিনি এ দিন বলেন, "এই আদালত অপমানিত হয়েছে। সংবাদমাধ্যমে বলার অধিকার সবার আছে। কিন্তু বিচারপতির শুধু নির্দেশ দেওয়ার অধিকার আছে। তবে এনাফ ইজ এনাফ৷ অনেক হয়েছে। বিচারপতি হিসাবে আমাদের কোনও অ্যাটাচমেন্ট নেই কোনও মামলাতেই৷"
সেই সময় তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি শুধু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিছু বলতে চাই।" বিচারপতি সেন তাঁকে থামিয়ে দিয়ে বলেন," দয়া করে কিছু বলবেন না। আমার কাউকে কিছু বলার নেই। আমি সবাইকে শ্রদ্ধা করি। আমার এই অভ্যাস নেই। এই মামলা থেকে সরে দাঁড়ালাম।"
প্রসঙ্গত, একটি উচ্চ প্রাথমিকের মামলা আংশিক শুনানি করে রেখেছিলেন বিচারপতি সেন। ফলে শিক্ষা সংক্রান্ত মামলা শোনার এক্তিয়ার গেলেও ওই মামলা তিনি শুনতেই পারতেন। তা সত্ত্বেও এ দিন সেই মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ শিক্ষা সংক্রান্ত যে সমস্ত মামলা শুনতেন, সেই মামলায় মামলাকারীরা মনে করলে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আপিল করতে পারতেন হাইকোর্টের নিয়ম অনুযায়ী। কিন্তু বিচারপতি সেন নিজেই এ বার মামলা থেকে সরে দাঁড়ালেন।