kolkata

1 year ago

Mamata banerjee : জয়নগরের মোয়া খান না মমতা! তবে বানাচ্ছেন মোয়া হাব

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বয়সের সঙ্গে সঙ্গে খাওয়াদাওয়াতে অনেক বাধবিচার করতে হয় বাংলার মুখ্যমন্ত্রীকে। কিন্তু এখনও নানা ধরনের খাবার নিয়ে তাঁর আগ্রহ যথেষ্ট। এই যেমন জয়নগর মোয়া নিয়েও নিজের কথা বললেন মুখ্যমন্ত্রী। নিজে কেন খান না, তাও ব্যাখ্যা করে জানালেন। মঙ্গলবার জয়নগরের  ‘মোয়া গ্রাম’ বলে পরিচিত বহুড়ার জনসভা থেকে সেকথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

জয়নগরের বহুড়া হাইস্কুলের মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেশ কয়েকটি সরকারি পরিষেবা প্রদান করেন তিনি। সেখানেই উঠে এল জয়নগরের মোয়ার প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বললেন, ”আপনাদের এখানকার বিধায়ক আমাকে অনেক জয়নগরের মোয়া পাঠান। কিন্তু আমি খাই না। খেলে তো মোটা হয়ে যাব। তাই আমি সেই মোয়া সকলের মধ্যে বিলিয়ে দিই।” জয়নগরের মোয়া সম্প্রতি GI ট্যাগ পেয়েছে। তাই মোয়া নির্মাণকারীদের সুখ্যাতি করে তিনি বলেন, ”জয়নগরের মোয়া যাঁরা তৈরি করেছেন, তাঁদের বলি – জয় হে জয় হে।” এর পর নিজের খাদ্যাভ্যাস নিয়েও কথা বললেন মুখ্যমন্ত্রী। জানালেন, ”আমি তো বেশি খাই না। সকালে হালকা কিছু খাই – চা ইত্যাদি। আবার সেই রাতে খাই। আর কিছু খাই না।”

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের  পেয়ারা বিখ্যাত। এখানকার বিধায়ক, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ”এখানে আছেন বিমানদা। তাঁর একটি ফলের বাগান আছে। সেখান থেকেও আমাকে প্রচুর ফল পাঠান। আমি সেসবও দিয়ে দিই। আপনারা হয়ত ভাবেন, সব দিদিই খান। কিন্তু তা নয়।”

You might also like!